আইলিগ টুর্নামেন্টে মহামেডান স্পোর্টিংয়ের (Mohammedan SC ) খেলা খেলা ১২ নভেম্বর, প্রতিপক্ষ গতবারের আইলিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালার এফসি। বৃ্হস্পতিবার, মহামেডান স্পোর্টিং ক্লাব এই ম্যাচ খেলতে কেরালা উড়ে গিয়েছে। নিজেদের টুইটার হ্যান্ডেলে মহামেডান ক্লাব গোটা কেরালা সফরে বিমানযাত্রার ভিডিও আপলোড করেছে।যা এই মুহুর্তে ভাইরাল সামাজিক মাধ্যমে।
প্রসঙ্গত,আইলিগ ২০২২-২৩ সেশনে উদ্বোধনী ম্যাচ খেলতে নামছে কলকাতা জায়ান্টরা।ব্যাক টু ব্যাক দুবার কলকাতা লিগ জয় করে সাদা কালো শিবিরের আত্মবিশ্বাস তুঙ্গে। মহামেডান এসসির কাছে এই আইলিগ টুর্নামেন্ট সুবর্ণ সুযোগ এনে দিয়েছে ইন্ডিয়ান সুপার লিগ টুর্নামেন্টে অংশগ্রহণের।
মহামেডান আইলিগ চ্যাম্পিয়ন হতে পারে তাহলে আইএসএলের দরজা খুলে যাবে মহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য।তাই সাদা কালো শিবিরের ভক্তরা চাইছে তাদের প্রিয় দল আইলিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বীতা করুক।
2⃣Days to go for our ILeague 2022-23 opening clash against the Malabarians
#JaanJaanMohammedan pic.twitter.com/H63lw4eCoX
— Mohammedan SC (@MohammedanSC) November 10, 2022
সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন সোশ্যাল মিডিয়ায় মহামেডান স্পোর্টিংয়ের ভিডিও ঘিরে চাঞ্চল্য